রাংগামাটি জেলা থেকে প্রায় ৩.৩০ ঘণ্টা লঞ্চ পথের দূরত্বে দুর্গম পাহাড়ি লেকবেষ্টিত এলাকায় জাতীয় শিশুশ্রম জরিপ কাজের লংগদু উপজেলার মাইনীমুখ মৌজার কালুমাঝির টিলা গ্রামের ৩১৮ নং PSU সরেজমিন তদারকি করছেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক (ভাঃপ্রাঃ)জনাব নুর উজ জমান স্যার।
সাথে ছিলেন,উপজেলা পরিসংখ্যান অফিস লংগদুর অফিসিয়াল শাহরিয়ার রশীদ চৌধুরী, তথ্যসংগ্রহকারি নাসিমা আক্তার ও স্থানীয় গাইড শেখ ফরিদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস