Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক 'অর্থনৈতিক শুমারি-২০২৪' এর কার্যক্রম চলমান রয়েছে...আগ্রহী প্রার্থীরা যথাযথভাবে আবেদন করতে পারেন...অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে...


এক নজরে

রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলা নিয়ে ১৮৬০ সালে ব্রিটিশ শাসনকালে "পার্বত্য চট্টগ্রাম জেলা" ঘোষণা করা হয়। জেলা ঘোষনার পূর্বে "কার্পাস মহল" নামে পরিচিত ছিল। রাঙ্গামাটি জেলাটি মোট ১০ টি উপজেলা নিয়ে গঠিত। তন্মধ্যে একটি উপজেলা হচ্ছে লংগদু উপজেলা। এটি জেলা সদর হতে ৭৬ কি: মি: উত্তরে অবস্থিত। যার উত্তরে বাঘাইছড়ি উপজেলা ও খাগড়াছড়ি জেলার দিঘিনালা উপজেলা, দক্ষিণে রাঙ্গামাটি সদর উপজেলা ও বরকল উপজেলা, পূর্বে বরকল উপজেলা ও পশ্চিমে নানিয়ারচর ও খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলা অবস্থিত।

১৯৬০ সালে কাপ্তাই হাইড্রোলিক প্রজেক্ট চালু হওয়ার পর উপজেলার বিশাল অঞ্চল জলমগ্ন হয়ে হ্রদে পরিণত হয়। ১৮৬০ সনে পার্বত্য অঞ্চল ঘোষনা হওয়ার পর পার্বত্য এলাকায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য যে কয়টি থানা ১৮৬০ সালে প্রথম গঠিত হয় তার মধ্যে লংগদু অন্যতম। এই লংগদু থানা পরবর্তীতে ১৯৮২ সালের ৭ই নভেম্বর উপজেলায় মান উন্নীত হয়। ১৮০০ সালের প্রথম দিকে চাকমা জনগোষ্ঠীর আগমনের পূর্বে এই অঞ্চল প্রধানত ত্রিপুরাদের আবাসস্থল ছিল। চাকমাদের আগমনে চাকমা অধ্যুষিত অঞ্চলে পরিণত হয়। ১৯৭৯ সাল হতে বাঙ্গালী পুনর্বাসন করা হলে বর্তমানে এই এলাকা বাঙ্গালী অধ্যুষিত এলাকায় পরিণত হয়। বৃটিশ আমল হতে এই এলাকায় বাঙ্গালীদের বসবাস ছিল। কিন্তু তার সংখ্যা খুবই নগন্য। বর্তমানে এই এলাকায় চাকমা ও বাঙ্গালীরা সহ অবস্থানে বসবাস করছে।

আয়তন 

৩৮৮.৪৯ বর্গ কিঃ মিঃ

জনসংখ্যা

৮৪৪৭৭ জন

পুরুষ

৪৩,৮৪৬ জন

মহিলা

৪০,৮৩১ জন।

উপজাতি

২০,৮৮২ জন। (চাকমা-২০,৫১০ জন, মারমা-২১ জন, তংচঙ্গ্যা-৩জন, অন্যান্য-৩৪৮ জন)

অউপজাতি

৬৩,৫৯৫ জন।

নির্বাচনী এলাকা

২৯৯ নং আসন (রাঙ্গামাটি)

জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র

১৮ টি।

স্থানীয় নির্বাচনে ভোট কেন্দ্র

৬৩ টি।

মোট ইউনিয়ন

৭টি।

মোট মৌজার সংখ্যা

২৫ টি।

সরকারী হাসপাতাল

বেসরকারী হাসপাতাল

১টি। (লংগদু সদর উপজেলা হাসপাতাল)

১টি (রাবেতা হাসপাতাল, মাইনীমূখ)

স্বাস্থ্য কেন্দ্র/ক্লিনিক

৭টি।

পোস্ট অফিস

২টি।

নদ-নদী

২টি (কাচালং ও মাইনী নদী)

হাট বাজার

১২ টি।

ব্যাংক

৩টি (সোনালী ব্যাংক, কৃষি ব্যাংক, গ্রামীন ব্যাংক)

মোট জমির পরিমাণ

৮৩,২১২ একর।

>কৃষি জমির পরিমাণ : ১৯৮২২ একর।

> হ্রদ এলাকা : ৬৩৬০ একর।

> বন এলাকা : ৪২৫৪০ একর।

> আবাদযোগ্য অনাবাদী জমির পরিমাণ : ৩৬০০ একর।

> পতিত জমির পরিমাণ : ১২২৫১ একর।

> সেচযোগ্য জমির পরিমাণ : ৩৮০০ একর।

> সেচ আওতায় জমির পরিমাণ : ৩০০০ একর।

> জলে ভাসা জমির পরিমাণ : ১৬৩০০ একর।

> ভূমি রাজস্ব জমির পরিমাণ : ১৪৪৮০২ একর।

শিক্ষা ব্যবস্থা :

>কলেজ : ১টি

>সরকারী উচ্চ বিদ্যালয় : ১টি।

> বেসরকারী উচ্চ বিদ্যালয় : ৮টি।

>এমপিও ভূক্ত মাদরাসা : ৩টি।

>সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩৯ টি।

> বেসরকারী প্রাথমিক বিদ্যালয় : ২২ টি।

> মাদরাসা : ১০ টি।

শিক্ষার হার

৪২.২% (পুরুষ : ৪৯.২%, মহিলা : ৩৮.৮%)

 

ইউনিয়নের নাম

তথ্যসমূহ

 

আটারকছড়া ইউপি

আয়তন

 

 

জনসংখ্যা

মোট = ১১,৫২৬জন

পুরুষ = ৫৯৬৩ জন

মহিলা = ৫৫৬৩ জন

 

সদর হতে দূরত্ব

 

 

যাতায়াতের ব্যবস্থা

সড়ক পথ

কালাপাকুজ্যা ইউপি

আয়তন

 

 

জনসংখ্যা

মোট = ৭৬৩০ জন

পুরুষ = ৩৭৬৬ জন

মহিলা = ৩৮৬৪ জন

 

সদর হতে দূরত্ব

 

 

যাতায়াতের ব্যবস্থা

নৌ পথ

গুলশাখালী ইউপি

আয়তন

 

 

জনসংখ্যা

মোট = ৯৫৪০ জন

পুরুষ = ৪৯৫৮ জন

মহিলা = ৪৫৮২ জন

 

সদর হতে দূরত্ব

 

 

যাতায়াতের ব্যবস্থা

নৌ পথ ও সড়ক পথ

বগাচতর ইউপি

আয়তন

 

 

জনসংখ্যা

মোট = ১৩২০১ জন

পুরুষ = ৬৮৭৯ জন

মহিলা = ৬৩২২ জন

 

সদর হতে দূরত্ব

 

 

যাতায়াতের ব্যবস্থা

নৌ পথ

ভাসান্যাদম ইউপি

আয়তন

 

 

জনসংখ্যা

মোট = ৭৮৩০ জন

পুরুষ = ৪০৮৩ জন

মহিলা = ৩৭৪৭ জন

 

সদর হতে দূরত্ব

 

 

যাতায়াতের ব্যবস্থা

নৌ পথ

মাইনীমুখ ইউপি

আয়তন

 

 

জনসংখ্যা

মোট = ১৬৭৩৩ জন

পুরুষ = ৮৮০০ জন

মহিলা = ৭৯৩৩ জন

 

সদর হতে দূরত্ব

 

 

যাতায়াতের ব্যবস্থা

সড়ক পথ ও নৌ পথ

লংগদু ইউপি

আয়তন

 

 

জনসংখ্যা

মোট = ১৫০৮৮ জন

পুরুষ = ৭৭৭৭ জন

মহিলা = ৭৩১১ জন

 

সদর হতে দূরত্ব

 

 

যাতায়াতের ব্যবস্থা

সড়ক পথ

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক  'অর্থনৈতিক শুমারি-২০২৪' এর কার্যক্রম চলমান রয়েছে...আগ্রহী প্রার্থীরা যথাযথভাবে আবেদন করতে পারেন...অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধীকার দেওয়া হবে...