বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো কর্তৃক বাস্তবায়নাধীন ‘অর্থনৈতিক শুমারি ২০২৩’ প্রকল্প এর রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলায় শুমারি সংক্রান্ত লিস্টিং কার্যক্রম ইতোমধ্যে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। লংগদু উপজেলার ০৭ (সাত) টি ইউনিয়নে শুমারি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে উক্ত উপজেলা ০৪ (চার) টি জোনে ভাগ হয়ে ৯৯ (নিরানব্বই) জন লিস্টার, ০৪ (চার) জন আইটি লিস্টার ও ০১ (এক) জন জোনাল অফিসার কাম উপজেলা শুমারি সমন্বয়কারী নিয়োজিত ছিলেন।
লিস্টিং শেষে দেখা যায় আইসিএমএস ড্যাশবোর্ডে সর্বমোট ২১,০৭৭ টি খানা তালিকাভুক্ত হয়েছে। উল্লেখ্য জনশুমারি ও গৃহগণনা ২০২৩ এর প্রেক্ষাপটে ‘জেলা রিপোর্ট: রাঙ্গামাটি’ প্রকাশনায় লংগদু উপজেলার মোট খানা হচ্ছে ২০,৫৮৩ টি। জনশুমারি ও গৃহগণনা ২০২৩ এর প্রাপ্ত রিপোর্ট থেকে ৪৯৪ টি খানা বাড়তি পাওয়া গিয়েছে কেননা স্বাভাবিকভাবে জনসংখ্যা কিছুটা বেড়ে যাওয়ায় পূর্বের খানাগুলো থেকে আরো কিছু নতুন খানার সৃষ্টি হয়েছে, তবে জীবিকার তাগিদে অভ্যন্তরীণ মাইগ্রেশন ও অন্যান্য স্বাভাবিক কারণে গ্রাম/ইএ ভিত্তিক খানার সামান্য কিছু তারতম্য ঘটেছে।
নিচে ইউনিয়নভিত্তিক ইউনিটসমূহের তথ্য দেওয়া হলো;
Union |
মোট |
প্রতিষ্ঠান (১) |
সাধারণ খানা (২) |
অন্যান্য খানা (৩) |
মোট |
24,498 |
3,421 |
20,755 |
322 |
MAINIMUKH |
5,348 |
1,134 |
4,105 |
109 |
LANGADU |
4,500 |
547 |
3,885 |
68 |
KALAPAKUJYA |
2,366 |
231 |
2,103 |
32 |
GULSHAKHALI |
2,895 |
358 |
2,523 |
14 |
BHASANYADAM |
2,058 |
273 |
1,775 |
10 |
BAGACHATAR |
3,567 |
408 |
3,140 |
19 |
ATARAKCHHARA |
3,764 |
470 |
3,224 |
70 |
নিচে অর্থনৈতিক ইউনিট সংক্রান্ত প্রতিবেদন দেওয়া হলো;
অর্থনৈতিক কর্মকান্ড সম্পন্ন খানা |
5,610 |
অর্থনৈতিক কর্মকান্ড বহির্ভূত খানা: 15,467 |
প্রতিষ্ঠান |
3,421 |
কৃষি: 52, শিল্প: 176, সেবা: 3,193 |
মোট |
9,031 |
|
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস