গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো
উপজেলা পরিসংখ্যান কার্যালয়
লংগদু, রাংগামাটি।
bbs.langadu.rangamati.gov.bd
স্মারক নং-৫২.০১.৮৪৫৮.০০০.০৬.০৪০.২৩-১১৮(ক) |
তারিখ: |
১৬ আশ্বিন ১৪৩০ |
|
|
০১ অক্টোবর ২০২৩ |
অফিস আদেশ
উপজেলা পর্যায়ের দপ্তর/সংস্থার জন্য সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ককর্মপরিকল্পনা ২০২৩-২০২৪ অনুযায়ী উপজেলা পরিসংখ্যান কার্যালয়, লংগদু, রাংগামাটি
এর জন্য সেবা প্রদান প্রতিশ্রুতি হালনাগাদ করা হলো।
সিটিজেন চার্টার (সেবা প্রদান প্রতিশ্রুতি)
উপজেলা পরিসংখ্যান কার্যালয়, লংগদু, রাংগামাটি
ভিশন |
: |
সার্বজনীন ব্যবহার বান্ধব পদ্ধতিতে নির্ভরযোগ্য, প্রাসঙ্গিক ও সময়োপযোগী তথ্য উপাত্ত সরবরাহের মাধ্যমে আন্তর্জাতিক মানের জাতীয় পরিসংখ্যান প্রতিষ্ঠানহিসেবে প্রতিষ্ঠা লাভ। |
মিশন |
: |
(১) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো’র দিক নির্দেশনায় ও নেতৃত্বে একটি সুসংহত, পেশাদারি, দক্ষ ও কার্যকরী পরিসংখ্যান পদ্ধতি প্রতিষ্ঠা করা; (২) জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তথ্য-উপাত্ত ব্যবহারকারীদের চলমান ও ক্রমবর্ধমান চাহিদা মেটাতে স্বচ্ছ ও সময়োপযোগী প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান ওসর্বোত্তম পরিসংখ্যান চর্চার পদ্ধতি অনুসরণপূর্বক সরকারি পরিসংখ্যান প্রণয়ন ও প্রকাশ করা। |
ক ও খ) নাগরিক ও দাপ্তরিক সেবা
ক্রঃনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
সেবা প্রদানের সর্বোচ্চসময় |
প্রয়োজনীয়কাগজপত্র |
প্রয়োজনীয় কাগজপত্র/ আবেদন ফরমপ্রাপ্তিস্থান |
সেবামূল্য এবংপরিশোধ পদ্ধতি |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার পদবি, অফিসিয়াল টেলিফোনওই-মেইল |
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৬ |
০৭ |
০৮ |
০১ |
জনমিতি, শিক্ষা, স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্যএবং অন্যান্যআর্থ-সামাজিক তথ্যসরবরাহ |
i)লিখিত, ই-মেইল এর মাধ্যমেঅথবা ii)তথ্যঅধিকারআইন-২০০৯ এরনির্ধারিত ফরমে আবেদন করতেহবে |
১)অনধিক ০৩ (তিন) কার্যদিবস ২)তথ্য অধিকারআইন-২০০৯ কর্তৃকনির্ধারিত |
আবেদনপত্র |
i)জেলা /উপজেলাপরিসংখ্যান কার্যালয় ii)তথ্য কমিশনওয়েবসাইট |
i)বিনামূল্যে ii)তথ্য অধিকারআইন- ২০০৯কর্তৃক নির্ধারিত |
|
|
|
|
|
|
|
|
উপজেলা পরিসংখ্যানঅফিসার উপজেলা পরিসংখ্যান কার্যালয় লংগদু, রাংগামাটি ফোন : +880 35 142022 ই-মেইল:bbs.langadu@gmail.com
|
০২ |
জনসংখ্যা প্রত্যয়নপত্র |
বিভিন্ন ধরণের শিক্ষা প্রতিষ্ঠান, Safety net Programmeপরিচালনা ইত্যাদি ক্ষেত্রে সংশ্লিষ্টএলাকার নাম উল্লেখপূর্বক সংস্থা/প্রতিষ্ঠানের নিজস্ব প্যাড/সাদাকাগজে, ১)লিখিত/ই-মেইলে এরমাধ্যমে ২) তথ্য অধিকারআইন-২০০৯ এর নির্ধারিতকার্যালয়/পরিসংখ্যানকর্মকতা,উপজেলা পরিসংখ্যানকার্যালয় বরাবর আবদেন করাসাপেক্ষে জনসংখ্যা বিষয়কপ্রত্যয়ন পত্র প্রদান করা হয়। |
১)অনধিক ০৩(তিন) কার্যদিবস ২) তথ্য অধিকারআইন-২০০৯ কর্তৃকনির্ধারিত সময় |
আবেদনপত্র |
বিনামূল্যে |
|
|
০৩ |
প্রকাশনা সমূহের soft copy |
১) ওয়েব সাইট এর মাধ্যমেbbs.langadu.rangamati.gov.bd ২)ই-মেইলের মাধ্যমেbbs.langadu@gmail.com ৩)পেন ড্রাইভ এর মাধ্যমে |
অনধিক ০৫(পাঁচ) কার্যদিবস |
আবেদনপত্র |
প্রযোজ্য নয় |
বিনামূল্যে |
|
০৪ |
জাতীয় আয়, মাথাপিছু আয়, মুদ্রাস্ফিতি, গড় আয়ুইত্যাদি সরবরাহ |
১) ওয়েব সাইট এর মাধ্যমেbbs.langadu.rangamati.gov.bd ২) ই-মেইলের মাধ্যমেbbs.langadu@gmail.com
|
সার্বক্ষণিক |
আবেদনপত্র |
প্রযোজ্যনয় |
বিনামূল্যে |
|
গ) অভ্যন্তরীণসেবা |
|||||||
০৫ |
শান্তি বিনোদন ছুটিমঞ্জুর |
উপজেলা একাউন্টস এন্ড ফিন্যান্সঅফিস থেকে ছুটির হিসাবসহ সেবাপ্রত্যাশীর আবেদন প্রাপ্তি; অফিসআদেশ জারি; সেবা প্রত্যাশীকে অবহিতকরণ। |
১৫(পনের) কার্যদিবস |
আবেদনপত্র |
প্রয়োজনীয়দলিলপত্রসহ সাদাকাগজে আবেদনকরতে হবে। |
বিনামূল্যে |
উপজেলা পরিসংখ্যানঅফিসার উপজেলা পরিসংখ্যানকার্যালয় লংগদু, রাংগামাটি ফোন :+880 35 142022 ই-মেইল:bbs.langadu@gmail.com
|
০৬ |
মাতৃত্বকালীন ছুটিমঞ্জুর |
অফিস আদেশ জারি; সেবা প্রত্যাশীকে অবহিতকরণ। |
পূর্ণাঙ্গ আবেদনপ্রাপ্তির পর১৫(পনের) কার্যদিবস |
আবেদনপত্র |
প্রয়োজনীয়দলিলপত্রসহ সাদাকাগজে আবেদনকরতে হবে। |
বিনামূল্যে |
|
০৭ |
অর্জিত ছুটি মঞ্জুর |
উপজেলা একাউন্টস এন্ড ফিন্যান্সঅফিস থেকে ছুটির হিসাবসহ সেবাপ্রত্যাশীর আবেদন প্রাপ্তি; অফিসআদেশ জারি; সেবা প্রত্যাশীকে অবহিতকরণ। |
পূর্ণাঙ্গ আবেদনপ্রাপ্তির পর১৫(পনের) কার্যদিবস |
আবেদনপত্র |
প্রয়োজনীয়দলিলপত্রসহ সাদাকাগজে আবেদনকরতে হবে। |
বিনামূল্যে |
|
|
শাহরিয়ার রশীদ চৌধুরী জে.এস.এ ই-মেইলঃ bbs.langadu@gmail.com
|
বিতরণ (জ্যেষ্ঠতার ক্রমানুসারে নয়):
০১। উপপরিচালক, জেলা পরিসংখ্যান কার্যালয়, রাংগামাটি।
০২। উপজেলা নির্বাহী অফিসার, লংগদু, রাংগামাটি।
০৩। অফিস কপি।